Baisakhi On Partha Issue : মমতার পরই আমার স্থান, বলতেন পার্থ, আরও বিস্ফোরক কথা এবার বৈশাখীর মুখে

ABP Ananda 2022-07-26

Views 7.6K

পার্থ চট্টোপাধ্যায় যখন রাজ্যের শিক্ষামন্ত্রী, তখন তৃণমূলের অধ্যাপক সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন বৈশাখী।  যিনি একসময়ে পার্থর ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন, সেই বৈশাখী  নিয়োগ-দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কড়া সমালেচনা করতেন। তিনি বললেন, ' এই পার্থদা অচেনা। আমাকে বলেছিলেন, অর্থের জন্য রাজনীতি করবে না।' তিনি আরও বলেন, ' পতনের পিছনে পার্থর অহংবোধ। বলতেন, আমি মমতার সিলমোহর নিয়ে কাজ করছি। মমতার পরই আমার স্থান। বারবার বলেছি, হয়তো বেপরোয়া হয়ে গেছেন। চুরিকে প্রশ্রয় দেওয়া ইন্ডাস্ট্রিতে পরিণত করেছেন।  ' 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS