Congress: রাহুল গাঁধী, অধীর চৌধুরী, মল্লিকার্জুন খাড়গে-সহ কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ। Bangla News

ABP Ananda 2022-07-26

Views 91

ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ দ্বিতীয়বার ইডি-র মুখোমুখি সনিয়া গান্ধী। সকাল ১১টা নাগাদ দিল্লিতে ইডি দফতরে পৌঁছন কংগ্রেস সভানেত্রী। অন্যদিকে, সনিয়াকে ইডি-র তলবের বিরোধিতায় কংগ্রেসের রাষ্ট্রপতি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। বিজয়চকে রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ। রাহুল গাঁধী, অধীর চৌধুরী, মল্লিকার্জুন খাড়গে-সহ কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ। পাশাপাশি, দিল্লিতে কংগ্রেসের সদর দফতরেও বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS