রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা বুঝতে পারি ।

Views 1

রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা বুঝতে পারি । রিজিক নিয়ে কখনো এভাবে ভেবে দেখেছেন ?

আল্লাহ সুবহানা তায়ালা পৃথিবীর সমস্ত প্রাণী দের জন্য রিজিক লিখে রেখেছেন অথচ আমরা এটা নিয়ে চিন্তিত কি খাব কি পড়বো কি করব? অথচ,

দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে।’
(সুরা হুদ : আয়াত ৬)

বান্দার রিযিক ও রিযিকের ভাগ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা ।

একবার এক সাহাবী উটে সওয়ার হয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। রাসূল তখন মসজিদে বসা ছিলেন। সাহাবী উটকে মসজিদের সামনে রেখে রাসূলের সঙ্গে দেখা করতে চলে গেলেন। কথাবার্তা শেষে মসজিদের বাইরে এসে দেখেন উট নেই। চিন্তিত হয়ে পড়লেন, উট কোথায় গেল!

হুজুর সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর,আমার উট! আমি তো আল্লাহ তায়ালার ওপরে তাওয়াককুল করে, এখানেই রেখে গিয়েছিলাম! জবাবে হুজুর সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লাম বললেন, আগে উট বাঁধবে, এরপর তাওয়াককুল করবে।

বিস্তারিত : পুরো ভিডিও টি দেখুন ।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS