ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে মঙ্গলবার প্রায় ছ’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল ইডি। আর তার প্রতিবাদে, মোদি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে, দেশজুড়ে বিক্ষোভ দেখাল কংগ্রেস। আটক হলেন রাহুল গান্ধী-সহ কংগ্রেসের শীর্ষ নেতারা। বুধবার সনিয়াকে ফের ডেকে পাঠিয়েছে ইডি।