টালিগঞ্জের পরে এবার অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার হদিশ! টাকা গোনার জন্য আনা হল ৫টি কাউন্টিং মেশিন, বেলঘরিয়ার রথতলায় অর্পিতার ফ্ল্যাটে নগদ টাকার হদিশ পেল ইডি, রথতলায় অর্পিতার ক্লাব টাউনের ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকল ইডি, টাকা গোনার জন্য ৫ ব্যাঙ্ককর্মী আনছে ইডি: সূত্র। ৮ বালিগঞ্জ প্লেস ইস্টেও লকার খোলার চেষ্টা ইডির: সূত্র।ডেকে আনা হল চাবিওয়ালা।