স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগে বুধবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। সকাল পৌনে দশটা নাগাদ সিজিও (CGO) কমপ্লেক্সে পৌঁছন তিনি। তারপর ১৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। রাত ১২টা কুড়ি নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন মানিক ভট্টাচার্য। ১২ টা ১৫ পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। প্রাথমিক শিক্ষা পর্ষদের সদ্য অপসারিত সভাপতি ও পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। তাঁকে প্রায় ১৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। বুধবার, ED দফতরে হাজিরা দেন। সকাল দশটার একটু আগেই কলকাতার সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। সূত্রের খবর, সকাল সাড়ে দশটা থেকে, দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।