পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা ও ৬ কেজি সোনার গয়না। দাবি ইডি সূত্রে। ইডি সূত্রে দাবি, এর মধ্যে ২ হাজারের নোটে ৫০ লক্ষ টাকার বাণ্ডিল এবং ৫০০-র নোটে ২০ লক্ষের বাণ্ডিল উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে ৪ কোটি ৩১ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না। এর মধ্যে ১ কেজি ওজনের ৩টি সোনার বাট ও ৫০০ গ্রাম ওজনের ৬টি সোনার কঙ্কন ছাড়াও প্রচুর সোনার গয়না ও একটি সোনার কলম উদ্ধার হয়েছে। খবর ইডি সূত্রে।