দু’-দুটি রিয়েল এস্টেট সংস্থার পর এবার অর্পিতা মুখোপাধ্যায়ের নামে টেক্সটাইল সংস্থার হদিশ। তিনটি কোম্পানিরই ঠিকানা এক। বেলঘরিয়ার রথতলায় অর্পিতা মুখোপাধ্যায়ের যে ফ্ল্যাট থেকে প্রায় ২৮ কোটি টাকা উদ্ধার হয়েছে, ক্লাবটাউন হাইটসের সেই 8A ফ্ল্যাটের ঠিকানাতেই চলছিল তিন-তিনটি কোম্পানি। তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এল ইডি-র তদন্তকারীদের হাতে। ইডি সূত্রে খবর, একই ঠিকানায় দুটি রিয়েল এস্টেট সংস্থা ও একটি টেক্সটাইল সংস্থার কর্পোরেট মন্ত্রকে নথিভুক্তিকরণ হয় ২০১২ সালে। ৩টি সংস্থারই বার্ষিক সাধারণ সভা হয়েছিল একই দিনে, ২০২১-এর ৩০ নভেম্বর। ব্যালান্স শিটও একইদিনে ২০২১-এর ৩১ মার্চ ফাইল করা হয়। ইডি সূত্রে খবর, টেক্সটাইল কোম্পানির শেয়ার ক্যাপিটাল ছিল ২ লক্ষ টাকা, অন্যদিকে, একই ঠিকানায় চলা দুটি রিয়েল এস্টেট কোম্পানির শেয়ার ক্যাপিটাল ছিল একলক্ষ টাকা করে।