আমার মন চুরারে কোথায় পাই (লালন গীতি) Lalon Sahdon ।Amar Mon Corare Kotha Pai,Lalon song

Masud Entertainment 2022-07-30

Views 14

মন চোরারে কোথা পাই।
কোথা যাই মন আজ কিসে বুঝাই।।
নিষ্কলঙ্ক ছিলাম ঘরে
কিবা রূপ নয়নে হেরে,
প্রাণে তো আমার ধৈর্য নাই।।
ও সে চাঁদ বটে কি মানুষ
দেখে হলাম বেহুঁশ।
থেকে থেকে ঐরূপ মনে পড়ে তাই।।
রূপের কালে আমায় দংশিলে
উঠিল বিষ ব্রহ্মমূলে,
কেমনে সে বিষ নামাই।
বিষ গাঁঠরি করা না যায় হরা
কি করিবে কবিরাজ গোঁসাই।।
মন বুঝে ধন দিতে পারে
কে আছে এই ভাবনগরে,
কার কাছে মোর প্রাণ জুড়াই।
যদি গুরু দয়াময় এই অনল নিভায়
লালন বলে কেবল সেই তাহার উপায়।।

Lalon song

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS