ঝাড়খণ্ডের বিধায়কের গাড়িতে ৪৯ লক্ষ টাকার হদিশ, সূত্রের খবর। কলকাতা থেকে মন্দারমণি যাচ্ছিলেন ঝাড়খণ্ডের ৩ বিধায়ক। কলকাতায় ফিরে ঝাড়খণ্ড উৎসবের জন্য শাড়ি কেনার কথা ছিল। পুলিশের কাছে এমনই দাবি ৩ কংগ্রেস বিধায়কের, খবর পুলিশ সূত্রে। এত টাকার উৎস কী? এখনও মেলেনি সদুত্তর, দাবি পুলিশ সূত্রে। কলকাতায় শাড়ি কেনার কথা থাকলে এত টাকা নিয়ে কেন মন্দারমণি? উঠছে প্রশ্ন। টাকার উৎস নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ পুলিশের।