জোকা ইএসআইতে ফের বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায় । ‘আমার কোনও টাকা নেই’, হাসপাতালে ঢোকার মুখে দাবি পার্থ চট্টোপাধ্যায়ের। ‘সময় এলেই বুঝবেন কে ষড়যন্ত্র করছে’, মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের। সাংবাদিক: কে ষড়যন্ত্র করছে?। পার্থ বলেন, সময় এলেই বুঝবেন। সাংবাদিকের প্রশ্ন , আপনার টাকা? পার্থর জবাব আমার কোনও টাকা নেই।