'প্রথম যখন সুযোগ পেলেন, চক্রান্ত বললেন না, নির্দোষ বললেন না। কার টাকা নয় বললেন না। গত দুদিন ধরে এমন বলছেন। দলের সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আমি মন্তব্য করতে চাই না।', পার্থ-মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া কুণাল ঘোষের। জোকা ইএসআইতে ফের বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়। 'আমার কোনও টাকা নেই। সময় এলেই বুঝবেন কে ষড়যন্ত্র করছে', মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের