Sukanta Majumder: "সারদাকাণ্ডে সবথেকে বেশি সুবিধা পেয়েছেন মুখ্যমন্ত্রী'' মন্তব্য সুকান্ত মজুমদারের

ABP Ananda 2022-07-31

Views 74

কাঁথি পুরসভা থেকে সারদার ফাইল উধাও। প্রেসিডেন্সি জেলে সুদীপ্ত সেনকে জেরা। বহু ব্যক্তিকে টাকা দিয়েছেন সারদাকর্তা। ৩ সপ্তাহের মধ্যে রিপোর্ট। জানাল পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ। এবিষয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "সারদাকাণ্ডে সবথেকে বেশি সুবিধা পেয়েছেন মুখ্যমন্ত্রী।''

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS