জমি দুর্নীতি মামলায় উদ্ধব ঘনিষ্ঠ সঞ্জয় রাউতকে (Sanjay Raut) গ্রেফতার করল ইডি। পাতরা চাউল জমি কেলেঙ্কারি মামলায় শিবসেনা সাংসদের বাড়ি থেকে উদ্ধার সাড়ে এগারো লক্ষ টাকা, ইডি সূত্রে খবর। ভুয়ো মামলা ও তথ্য দেওয়া হচ্ছে, প্রতিক্রিয়া সঞ্জয় রাউতের। কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বিরোধীদের কণ্ঠরোধ, আক্রমণ শান্তনু সেনের। কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিকভাবে ব্যবহার, অভিযোগ সুজনের। লুঠ করে পালানো যাবে না, পাল্টা শমীক।