জলপাইগুড়ির (Jalpaiguri) জল্পেশ মন্দির যাওয়ার পথে মেখলিগঞ্জে পুণ্যার্থী বোঝাই পিক আপ ভ্যানে শর্ট সার্কিট। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১০, আহত ১৬। পিক আপ ভ্যানে জেনারেট চালিয়ে বাজানো হচ্ছিল সাউন্ড বক্স। ঘিরে ছিল ২৭ জন। জেনারেটরে শর্ট সার্কিট হয়েই বিপত্তি, খবর পুলিশ সূত্রে। চালক পলাতক। জমি দুর্নীতি মামলায় উদ্ধব ঘনিষ্ঠ সঞ্জয় রাউতকে গ্রেফতার করল ইডি।ষড়যন্ত্রের অভিযোগ শিবসেনার। সত্যের জয়, বলল বিজেপি (BJP)।