১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে মালদার রতুয়ার দুটি গ্রাম পঞ্চায়েতের কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিডিও। রতুয়া ১ নম্বর ব্লকের কাহালা ও বাহারাল গ্রাম পঞ্চায়েত মিলিয়ে মোট ৬৮ লক্ষ টাকা তছরুপের অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে দুর্নীতি প্রমাণিত হওয়ায় দুটি গ্রাম পঞ্চায়েতের ৩ কর্মীকে বরখাস্ত করা হয়। ৬ জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের মদতেই দুর্নীতি চলছে, দাবি বিজেপির। অভিযোগ প্রমাণ হলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্রতিক্রিয়া শাসকদলের।