CWG 2022: 'ডিম, মাংস, দুধ পেত না, বেশিরভাগ দিন শুধু ভাত খেয়ে থাকত অচিন্ত্য', বলছেন কোচ অষ্টম দাস। Bangla News

ABP Ananda 2022-08-01

Views 111

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে দেশকে তৃতীয় সোনা এনে দিলেন এক বাঙালি। ভারোত্তোলনে পুরুষদের ৭৩ কেজি বিভাগে সোনা জিতলেন হাওড়ার পাঁচলার দেউলপুরের অচিন্ত্য শিউলি। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ৩১৩ কেজি ওজন তুলে কমনওয়েলথের মঞ্চে বাজিমাত করেন অচিন্ত্য। স্ন্যাচ ও মোট ওজন তোলার নিরিখে নতুন গেমস রেকর্ড গড়লেন বাঙালি তরুণ। কী বলছেন তাঁর ছোটবেলার কোচ অষ্টম দাস।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS