Abhishek Banerjee : ‘অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোটের জন্য দলের ভাবমূর্তি ঠিক করতে হবে’, নির্দেশ অভিষেকের

ABP Ananda 2022-08-01

Views 31

‘পঞ্চায়েত ভোটের আগে সংগঠন মজবুত করতে হবে’, ‘অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য দলের ভাবমূর্তি ঠিক করতে হবে’, ‘মানুষের কাছে পৌঁছতে  নামতে হবে রাস্তায়’,নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।  আজ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক। ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তিন জেলায় ব্লকস্তরের নেতৃত্ব নিয়ে আলোচনা হয়েছে, সূত্রের খবর। ‘জলপাইগুড়ির চা বাগানে  দলের সংগঠন বৃদ্ধিতে নজর দিতে হবে’, ‘৭৮টি চা বাগানে সংগঠন দুর্বল তৃণমূল কংগ্রেসের’, নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।সেপ্টেম্বরে চা শ্রমিকদের নিয়ে সম্মেলনের সম্ভাবনা, যেতে পারেন অভিষেক। নির্দিষ্ট সময়ের ব্যবধানে যাবেন অভিষেক, সূত্রের খবর। তৃণমূলে সাংগঠনিক রদবদলের পর বিভিন্ন জেলার নেতাদের নিয়ে বৈঠকে অভিষেক। ক্যামাক স্ট্রিটের অফিসে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের নেতাদের সঙ্গে বৈঠক। কাল আরও তিনটি জেলার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অভিষেক। রদবদলের পর দলীয় সংগঠন ঢেলে সাজানোর উদ্যোগ অভিষেকের।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS