Kolkata: ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করতে চেয়ে মহাকরণের সামনে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীরা

ABP Ananda 2022-08-01

Views 572

মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করতে চেয়ে আজ মহাকরণের সামনে জড়ো হন শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীরা। কোনও রকম বিক্ষোভের আগেই তাদের ঘিরে ফেলে পুলিশ। ২০১৫ সালে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরি পরীক্ষায় পাস করলেও এখনও তাদের নিয়োগ হয়নি বলে অভিযোগ। মন্ত্রী ফিরহাদ হাকিম মহাকরণে অনুপস্থিতি থাকায় তাঁর আপ্ত সহায়কের কাছে ডেপুটেশন জমা দেন ২০১৫ সালে উত্তীর্ণ শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীরা।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS