‘এই টাকা আমার নয়। আমার অনুপস্থিতিতে এবং অজান্তে আমার ঘরে এই টাকা ঢোকানো হয়েছে।’ দুই ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ৫০ কোটি টাকার মালিকানা নিয়ে ফের বিস্ফোরক দাবি অর্পিতা মুখোপাধ্যায়ের। এদিন জোকা ESI হাসপাতালে ঢোকার মুখে এই মন্তব্য করেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা তাঁর নয় বলে আগের দিন দাবি করলেও, এদিন এই নিয়ে কথা বলেননি পার্থ। আদালতের নির্দেশে ৪৮ ঘণ্টা পর, আজ ফের জোকা ESI হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের মেডিক্যাল টেস্ট করা হচ্ছে। পার্থ-অর্পিতার নিরাপত্তায় বাড়তি নজর ইডি-র। কনভয়ে রয়েছে ৬টি গাড়ি। পার্থ-অর্পিতার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর ৮৬ জন জওয়ান।