গরু পাচারকাণ্ডে এবার অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে সিবিআইয়ের হানা। সকাল থেকে বীরভূম জুড়ে সিবিআইয়ের অভিযান শুরু হয়েছে। ৬টি দলে ভাগ হয়ে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, প্রায় ১৭ লক্ষ নগদ টাকা বাজেয়াপ্ত হয়েছে। এছাড়া একাধিক ইলেকট্রনিক ডিভাইস, লকারের চাবি বাজেয়াপ্ত করা হয়েছে।