পণ্ডিতিয়া রোডের আবাসনে ফের হানা ইডির। ইস্পাতে তৈরি ফ্ল্যাটের দুটি দরজার তালা ভাঙল পুলিশ। চাবিওয়ালা আনিয়ে ফ্ল্যাটের দরজার তালা ভাঙল পুলিশ। উদ্ধার বেশি কিছু নথি, ইডি সূত্রে খবর। অর্পিতা-পার্থর নামেই ছিল ফ্ল্যাট, অনুমান তদন্তকারীদের। দিনের আলোয় বন্ধ থাকত অর্পিতার ফ্ল্যাটের দরজা, দাবি আবাসন কর্মীর। এর আগে রবীন্দ্র সরোবর থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলে ইডি।