কেন্দ্রীয় প্রকল্পের টাকা খরচের হিসেব দেখতে গিয়ে গ্রামবাসীদের অভিযোগের কথা শুনলেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, ১০০ দিনের কাজ করলেও প্রাপ্য টাকা মেলেনি। অভিযোগ জানানোর সময় কয়েকজন গ্রামবাসীর সঙ্গে বচসায় জড়ান তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি।