শাসকদলের পরিচয় দেওয়া পড়ুয়া, শিক্ষাকর্মীদের একাংশের বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারছেন না! এমনই অভিযোগ করলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। পরিস্থিতি এই পর্যায়ে গেছে যে, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন তিনি। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।