মূল্যবৃদ্ধির আগুনের মধ্যেই ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। ৫০ বেসিস পয়েন্ট বাড়ায়, RBI-এর রেপো রেট হয়েছে ৫.৪ শতাংশ। রেপো রেট বাড়ানোর ফলে গাড়ি, বাড়ি থেকে শুরু করে সব ধরনের ঋণের সুদের হার আরও বাড়বে বলে আশঙ্কা। সেক্ষেত্রে EMI বাড়ায় চাপ পড়বে মধ্যবিত্তের পকেটে।