প্রেসিডেন্সি জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, ২ নম্বর সেল ব্লকে রাখা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। রাতে রুটি, ডাল-সবজি খেয়েছেন পার্থ। ওষুধও খেয়েছেন সময়মতো।প্রাক্তন মন্ত্রীকে দেওয়া হয়েছিল ২টো কম্বল। সেগুলো পেতে মেঝেয় শুয়েছেন। সকালে চা-বিস্কুট দেওয়া হয় পার্থকে। জেল সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রীকে প্রেসিডেন্সি জেলে যেখানে রাখা হয়েছে, সেই ব্লকে রয়েছেন প্রায় দেড়শোজন হাই প্রোফাইল বন্দি। গতকাল রাতে জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় মন্ত্রীকে, খবর সূত্রের।