পুলিশের মারে মৃত্যুর অভিযোগ, সার্জেন্ট-সহ ৩জন ক্লোজ। গল্ফগ্রিন থানার সার্জেন্ট অমিতাভ তামাঙ্গ-সহ ৩ জন ক্লোজ। ‘ক্লোজড’ কনস্টেবল তৈমুর আলি, সিভিক ভলান্টিয়ার আফতাব মণ্ডল । থানায় ডেকে পুলিশের মারধরে মৃত্যু দীপঙ্কর সাহার, অভিযোগ পরিবারের। ‘দীপঙ্করকে বাড়ি থেকে তুলে নিয়ে যান তৈমুর ও আফতাব’। সার্জেন্ট অমিতাভ তামাঙ্গের নির্দেশেই তুলে নিয়ে যাওয়া হয় দীপঙ্করকে: সূত্র । পুরভোটে ৯৫ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়েছিলেন নিহত দীপঙ্করের দাদা। দোষীদের শাস্তির দাবিতে গল্ফগ্রিন থানার সামনে বিজেপির বিক্ষোভ।