দেশের ১৪ তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী জগদীপ ধনকড়। ৭২৫ জন সাংসদের মধ্যে ৫২৮টি ভোট পেয়েছেন তিনি। বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা পেয়েছেন, ১৮২টি ভোট। ১৫টি ভোট বাতিল। ফল ঘোষণার পরে জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করে তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। #JagdeepDhankar #VicePresident #vicepresidentofindia