৪ দিনের দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বার সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর। আজ নরেন্দ্র মোদির নেতৃত্বে সপ্তম নীতি আয়োগের বৈঠকেও যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নীতি আয়োগের সপ্তম বৈঠক। রাষ্ট্রপতি ভবনে সকাল দশটায় শুরু বৈঠক। চলবে বিকেল চারটে পর্যন্ত। আজকের বৈঠকে বিভিন্ন রাজ্যের মধ্যে কীভাবে সমন্বয় বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা হবে। তবে, সপ্তম নীতি আয়োগের বৈঠকে নেই তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।