পার্ক স্ট্রিটে ভারতীয় জাদুঘরে গুলিকাণ্ডে নতুন তথ্য। সূত্রের খবর, গতকালের ঘটনার সময় গাড়ির পাশে দাঁড়িয়েছিলেন এএসআই রঞ্জিত সারেঙ্গি ও ওই দুই অফিসার। সেই সময় রোলকল চলাকালীন আচমকাই সেন্ট্রি পোস্ট থেকে AK 47 রাইফেল ছিনিয়ে এনে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন CISF জওয়ান। নিজেদের বাঁচাতে গাছের আড়ালে লুকিয়ে পড়েন ইন্সপেক্টর ও অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট। ভয়ে ১, ৪ ও ৫ নম্বর ব্যারাকে থাকা জওয়ান ও অফিসাররা ঘর ছেড়ে জাদুঘর চত্বরে একটি পুকুরপাড়ে আশ্রয় নেন। এর মধ্যেই গুলিতে মৃত্যু হয় এএসআই রঞ্জিত সারেঙ্গির। AK 47-এ থাকা ৩০ রাউন্ডের মধ্যে ১৫ রাউন্ড গুলি চালিয়ে ৪ নম্বর ব্যারাকে গিয়ে দরজা বন্ধ করে দেন CISF জওয়ান।