১৫ রাউন্ড গুলির পাঁচটিই রঞ্জিতকুমার সারেঙ্গিকে। জাদুঘরে গুলিকাণ্ডে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ। রঞ্জিতকুমার সারেঙ্গির শরীরে অন্তত পাঁচটি গুলি লেগেছিল। কপালে, বুকে, পেটে, হাতে গুলি লেগেছিল রঞ্জিতকুমার সারেঙ্গির। শরীরে রয়েছে একাধিক গুলির চিহ্ন। এসএসকেএমে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ।