গল্ফগ্রিনে পুলিশের মারে যুবকের মৃত্যুর অভিযোগ। সিবিআই তদন্ত চেয়ে কাল হাইকোর্টে যাচ্ছে পরিবার। আজাদগড়ে মৃত যুবকের বাড়িতে বিরোধী দলনেতা। মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর। 'পুলিশের মারে মৃত্যু ভাইয়ের, পুলিশ কী তদন্ত করবে? পুলিশ বেরনোর ফুটেজ দেখাচ্ছে, থানায় ঢোকার ফুটেজ কেন প্রকাশ্যে আনছে না?' পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আজাদগড়ের মৃত যুবকের পরিবারেরযুবকের বাড়িতে গেল লালবাজারের একটি দল।