গরুপাচার মামলায় আজ CBI-এর কাছে হাজিরা দিচ্ছেন না অনুব্রত মণ্ডল। চিকিৎসার জন্য যাবেন এসএসকেএম হাসপাতালে। সূত্রের খবর, কাশির সমস্যার পাশাপাশি, মাথা ও ঘাড়ে যন্ত্রণা হচ্ছে অনুব্রতর। ফিসচুলার পুরনো সমস্যা ফের মাথাচাড়া দিয়েছে। তাই সিবিআই হাজিরার বদলে আজ সকাল ১০টার পর এসএসকেএমে যাবেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিত্সকরা।