‘সবার চাকরি হবে, আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী, মেধাতালিকায় নাম থাকা একজনও যেন বঞ্চিত না হয়, আলোচনা সদর্থক হয়েছে’, ‘সকলের নিয়োগপত্র পেলেই আন্দোলন বন্ধ’, ‘শান্তিপূর্ণ ধর্না-অবস্থান চলবে’, ‘প্যানেলে অসঙ্গতি আছে, সবাই নিয়োগের যোগ্য’, ‘আরও একটু ধৈর্যের পরীক্ষা দিতে হবে, আশা করি সবার চাকরি হবে’, ‘৬০০০-এর মধ্যে ২১৫৯টি সিট তৈরি করা আছে’ জানালেন ধর্নারত এসএসসি চাকরিপ্রার্থীদের প্রতিনিধি শহীদুল্লাহ।