গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে অনুব্রতর উল্লেখ। গরুপাচারকারীদের টাকা যেত অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর কাছে। সায়গলের কাছে গরুপাচারের টাকা আসত অনুব্রত মণ্ডলের নামে। সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে এমনই দাবি সিবিআইয়ের। সায়গলের সঙ্গে একাধিকবার কথা এনামুল, আব্দুল লতিফের। সায়গলের ফোনে এনামুলদের সঙ্গে কথা বলতেন অনুব্রত, দাবি সিবিআইয়ের।