ভিনরাজ্যে তদন্তে গিয়ে ফের বাধার মুখে কলকাতা পুলিশ। বেলেঘাটায় আইনজীবীর বাড়িতে ডাকাতির ঘটনায় রক্সৌল থেকে গ্রেফতার ১। পুলিশ হেফাজতে থাকাকালীন জুন মাসে ওই বন্দি শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল থেকে পালায়। গতকাল পূর্ব চম্পারণ থানার সহযোগিতায় দুষ্কৃতীকে ফের গ্রেফতার করে কলকাতা পুলিশ । এরপরই ধৃতের হেফাজত নিয়ে বিহার পুলিশ ও কলকাতা পুলিশের মধ্যে শুরু হয় টানাপোড়েন। ‘ধৃতকে নিজেদের মামলায় হেফাজতে নিতে চেয়ে বাধা দেওয়া হয় কলকাতা পুলিশকে’। গোটা বিষয়টি নিয়ে অভিযোগ কলকাতা পুলিশের। আইনি পদক্ষেপ নেওয়ার ভাবনা কলকাতা পুলিশের