'ডিসেম্বর মাসে এই সরকার কার্যত থাকবে না। আমি বলছি, দেখতে থাকুন। আর চব্বিশে একসঙ্গে ভোট হবে। এজেন্সিকে বলব এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। একটা লোককে আটবার তলবেও যায়নি। চার্জশিটে নাম উল্লেখ করেছে। তাঁকে ব্যাগ গোছানোর সময় না দিয়ে এক কাপড়ে তুলে নিয়ে চলে যাওয়া উচিত।' নাম না করে অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব প্রসঙ্গে খোঁচা শুভেন্দু অধিকারীর।