ছুটিতে থাকাকালীনই অনুব্রতর বাড়িতে চিকিৎসক পাঠিয়েছিলেন বোলপুর হাসপাতালের সুপার? ‘শনিবার থেকে ছুটিতে আছেন সুপার বুদ্ধদেব মুর্মু’। ‘৬ অগাস্ট থেকে ১০ অগাস্ট পর্যন্ত ছুটিতে আছেন সুপার বুদ্ধদেব মুর্মু’। দাবি দায়িত্বপ্রাপ্ত সুপার দিব্যেন্দু দত্তর। দায়িত্বে আছেন কিন্তু অনুব্রতর বাড়িতে তিনি কাউকে পাঠাননি, দাবি দিব্যেন্দু দত্তর। ছুটিতে থাকাকালীন নির্দেশ দিতে পারেন সুপার? উঠছে প্রশ্ন