সিবিআইয়ের দশম তলবেও হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। এবার কী করবে সিবিআই? কী কী অস্ত্র রয়েছে সিবিআইয়ের হাতে? কী বললেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়? তাঁর কথায়, 'সিবিআই আবার তাঁকে নোটিস ধরাতে পারে। সিবিআইয়ের সহ্যক্ষমতা তাঁর ক্ষেত্রে অনেক, তাই দেখছি।'