‘আমি এক কথার ছেলে, যা বলব, তাই করব। ২ বছরের মধ্যে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। ডায়মন্ড হারবার সারা দেশের কাছে মডেল। আমরা যা বলেছি, তাই করে দেখিয়েছি। আমরা যেভাবে কোভিড টেস্ট করেছি, তা কেউ করে দেখাতে পারেনি। আমরা শুধু ভাষণ দিই না, কাজ করে দেখাই।’ নোদাখালিতে জল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।