অসুস্থতাকে ঢাল করে ফের সিবিআই এড়ালেন অনুব্রত মণ্ডল। বেড রেস্ট লিখতে বলেছিলেন অনুব্রত, বিস্ফোরক দাবি চিকিৎসকের। সুপারের নির্দেশে সাদা কাগজে প্রেসক্রিপশন, অনুব্রতর বাড়িতে যাওয়ার দাবি। চিকিৎসক মুখ খুলতেই ‘উধাও’ বোলপুর হাসপাতালের সুপার। সুপারের কোয়ার্টারে তালা, রয়েছে গাড়ি, খোঁজ নেই সুপারের। শনিবার থেকে সুপার ছুটিতে বলে দাবি ভারপ্রাপ্ত সুপারের । ছুটিতে থাকার সময়ই কি অনুব্রতর বাড়িতে চিকিৎসক পাঠিয়েছিলেন সুপার?। দায়িত্বে আছেন কিন্তু অনুব্রতর বাড়িতে কাউকে পাঠাননি, দাবি ভারপ্রাপ্ত সুপারের। অনুব্রতর চিকিৎসা নিয়ে নির্দেশ বিতর্ক এড়ালেন মুখ্য স্বাস্থ্য আধিকারিকও । কে নির্দেশ দিয়েছে, তা নিয়ে কিছু বলতে পারব না, দাবি সিএমএইচেরও