Sare 7tay Saradin: নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেফতার এসএসসির ২ প্রাক্তন কর্তা, চড়া সুর শুভেন্দুর I Bangla News

ABP Ananda 2022-08-10

Views 108

ইডির হাতে পার্থ-অর্পিতার গ্রেফতারির পর, স্কুলে নিয়োগ-দুর্নীতি মামলায় এসএসসির ২ প্রাক্তন কর্তাকে গ্রেফতার করল সিবিআই। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তদন্তে বিভ্রান্ত করার অভিযোগে গ্রেফতার শান্তি প্রসাদ সিন্হা ও অশোক সাহা। হাইকোর্ট নিযুক্ত বাগ কমিটির রিপোর্টে নাম ছিল দুজনের। কোনও রাজ্যে এত বড় নিয়োগ দুর্নীতি হয়নি। এসএসসি-র দুই প্রাক্তন উপদেষ্টা গ্রেফতার হতেই চড়া সুর শুভেন্দু অধিকারীর। অভিযোগ উড়িয়ে পাল্টা আক্রমণে তৃণমূল। 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS