Suvendu Adhikari: সাংবাদিক বৈঠকে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর I Bangla News

ABP Ananda 2022-08-10

Views 212

'বোকা বোকা প্রেস কনফারেন্স করছে এতজন মন্ত্রী। ওঁদের সহকর্মী ছিলাম, লজ্জা লাগছে। পার্থ চট্টোপাধ্যায়, তাঁর আপ্ত সহায়ক এবং এই যে কমিটি, এঁরা প্রত্যেকে, শিক্ষিত, বেকার যুবক-যুবতীদের বঞ্চিত করার বিনিময়ে ৩০০০ কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত। আমি হিসেব দিয়ে বলেছি, ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে যে ৭৫ হাজার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তার মধ্যে অন্তত ৫০ হাজার বিক্রি হয়েছে। এমনকী SSC-র চাকরির জন্য অ্যাপ্লাই না করেও চাকরি পেয়েছে অনেকে।' নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু অধিকারী।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS