পার্থ চট্টোপাধ্যায়ের পর কেন্দ্রীয় এজেন্সির জালে তৃণমূলের আরেক হেভিওয়েট অনুব্রত। গরুপাচারকাণ্ডে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে গ্রেফতার করেছে সিবিআই। বোলপুরের বাড়ি থেকে অনুব্রতকে কুলটির ইসিএলের গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হবে অনুব্রতকে।