নিম্নচাপ হাজির হতে না হতেই তটস্থ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। ঝুমি নদীর জলের তোড়ে একরাতে ভাঙল সাত-সাতটি বাঁশের সাঁকো! তার জেরে নদীতীরবর্তী প্রায় ৬০টি গ্রামের মধ্যে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। দক্ষিণ ২৪ পরগনার সাগরের বঙ্কিমনগরে মুড়িগঙ্গার নদীবাঁধ ভেঙে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা।