Anupam Hazra On Anubrata: বীরভূমের অর্থনীতির অধিকাংশ নির্ভর করত অনুব্রতর ওপর: অনুপম হাজরা। Bangla News

ABP Ananda 2022-08-14

Views 1

অনুব্রত মণ্ডলকে নিয়ে বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা। তিনি এদিন বলেন, ৩-৪ হাজার টাকার মালিক অনুব্রত।  কাঁধে করে গরু নিয়ে পাচার করতেন অনুব্রত, এটুকু বলে এমনটাই শুনতাম বলে জানালেন বিজেপি নেতা।তিনি বলেন, যদি সাধারণ মানুষ হিসেবে দেখি, দিনের শেষে আমরা মানুষ। উনি গ্রেফতার হয়েছেন। আস্তে আস্তে আরও অনেক জিনিস খুলবে। ততটাই কামাও, যতোটা ভোগ করতে পারবে। উনি এতটাই কামিয়ে ফেলেছেন, মানে আমাদের কাছে এখনও যা কাগজ পত্র জমা পড়েছে, তাতে করে উনি ৩ থেকে ৪ হাজার কোটি টাকার মালিক। 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS