বক্তব্য রাখতে গিয়ে সিপিএমের দিকেও আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'সিপিএম আমলে দুর্নীতির সব ফাইল পুড়িয়ে ফেলেছে। মাঝরাতে কেন সিবিআই বাড়িতে ঢুকছে? দিল্লি গেলাম, বলছে সেটিং করতে গিয়েছি। সেটিং করতে যাইনি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী সরকারি বৈঠকে গিয়েছিলাম। সারদাকাণ্ড সিপিএম আমলে হয়েছিল, কটা নোটিস দেওয়া হয়েছে ওদের?' অনুব্রত মণ্ডলের পাশেও দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'যে জেলে বন্দি, বিচারাধীন বিষয় নিয়ে কোনও মন্তব্য করব না। কেঁচো খুঁড়তে গোখরো বেরোবে, ব্যাঙ্কগুলো লুঠ হয়ে গেল। বিরোধীদের মুখ বন্ধ করা হলে বলব কি রাজনৈতিক স্বাধীনতা আছে? সব সরকারি সংস্থা বিক্রি হয়ে যাচ্ছে, কটা ইডি-সিবিআই হয়েছে? সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কথা বলছেন, মানে আমাকে ভয় পাচ্ছেন। অনুব্রতকে গ্রেফতার করলেন কেন? কী করেছিল কেষ্ট? কেষ্টকে জেলে আটকালে কী হবে?'