"মুখ্য়মন্ত্রী ভয় পেয়েছেন। সাজানো বাগান নষ্ট হতে বসেছে। এরকম হাজার হাজার কেষ্ট তৃণমূল কংগ্রেসে আছেন। যাঁরা কয়লা, গরু পাচার করে বড়লোক হয়েছেন। কেষ্টকে বাঁচানোর চেষ্টা করছেন। চোরের মায়ের বড় গলা জানতাম, এখন চোরের দিদিরও বড় গলা দেখছি।'' মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।