কেষ্টকে গ্রেফতার করলেন কেন, কেষ্ট কী করেছিল? অনুব্রতর পাশে দাঁড়িয়ে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর হুঁশিয়ারি, একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট তৈরি হবে। বেহালা পশ্চিমের ম্যান্টনে এভাবে কেষ্টর পাশে দাঁড়ালেও তৃণমূলনেত্রী মুখে আনলেন না পার্থ চট্টোপাধ্যায়ের নাম।