লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের শেষে শিল্পীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ‘যাঁরা আত্মবলিদান করেছেন, তাঁদের স্বপ্ন পূরণের সময় এসেছে, মহাত্মা গাঁধী, নেতাজি থেকে সাভারকর, প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ, নেহরু থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আজ প্রণাম করার দিন, বীরসা মুণ্ডা, সিধো কানহুর আন্দোলনও ভোলার নয়’, লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের পর বললেন প্রধানমন্ত্রী। ভারতের বৈচিত্রই ভারতের শক্তি। গণতন্ত্রের ধাত্রীভূমি ভারত, লালকেল্লায় বললেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে লালকেল্লার মঞ্চ থেকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও শক্তিশালী করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। প্রতিযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় উন্নয়ন প্রয়োজন।রাজ্যগুলির মধ্যে উন্নয়নের প্রতিযোগিতা হোক, বললেন মোদি।